আহমেদাবাদে অবৈধ বাংলাদেশিদের বাড়িতে বুলডোজার ট্রিটমেন্ট। দ্বিতীয় পর্যায়ে দেদার বাড়ি ভাঙা পড়ল। চান্দোলা তালাওঁ এলাকায় বেশ কয়েকজন বাংলাদেশি কোনও রকম নিয়মের তোয়াক্কা না করেই থাকছিলেন খবর পেয়ে তাঁদের বাড়ি ভাঙার সিদ্ধান্ত নেয় আমেদাবাদ পুরনিগম ৷ অবৈধ বাংলাদেশি নাগরিকদের আটক করতে বিশেষ অভিযানও চলছে মোদি-শাহের রাজ্যে ৷ আমেদাবাদ পুরনিগমের সঙ্গে যৌথভাবে কাজ করছে পুলিশ ৷ আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য ঘটনাস্থলে ঘুরে গিয়েছেন শহরের পুলিশ কমিশনারও ৷ রয়েছে পুলিশ বাহিনীও ৷ প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, বেশিরভাগ বাড়ি খালি ৷ এর আগেই বাংলাদেশিদের আটক করেছে প্রশাসন ৷ 890 জনকে আটক করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে ৷ কয়েকজন অন্যত্র চলেও গিয়েছেন ৷ তাঁদের সন্ধান শুরু করেছে প্রশাসন ৷