Advertisement

Chief Priest Ram Mandir: রীতি মেনে রাম মন্দিরের প্রধান পুরোহিতের দেহ সরযূ নদীতে দেওয়া হল 'জল সমাধি'

অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত সত্যেন্দ্র দাসের মৃতদেহ 'জল সমাধি' দেওয়া হয়। তার আগে বৃহস্পতিবার মিছিল করে শহর প্রদক্ষিণ করা হয়। রামানন্দী সম্প্রদায়ের ঐতিহ্য অনুসারে, তাঁকে 'জল সমাধি' দেওয়া হয়। সত্যেন্দ্র দাস বুধবার লখনউয়ের একটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৫ বছর। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের সময় তিনি পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেন।

Advertisement
POST A COMMENT