Advertisement

PM Modi in Karnataka: কংগ্রেস মোদীর কবর খুঁড়তে ব্যস্ত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার কর্নাটকে বেশ কয়েকটি প্রকল্প উপহার দিয়েছেন এবং বেঙ্গালুরু-মহীশূর এক্সপ্রেসওয়ের সূচনা করেন। এরপরই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কংগ্রেস ও তার সহযোগীরা মোদীর কবর খোঁড়ার স্বপ্ন দেখছে। কিন্তু বেঙ্গালুরু-মহীশূর এক্সপ্রেসওয়ে তৈরিতে ব্যস্ত। কংগ্রেস কংগ্রেস ব্যস্ত মোদীর কবর খুঁড়তে আর মোদী ব্যস্ত গরিবদের জীবন সহজ করতে। যে কংগ্রেস মোদীর কবর খোঁড়ার স্বপ্ন দেখছে, তারা জানে না যে দেশের কোটি কোটি মা-বোনেরা আশীর্বাদ মোদীর সবচেয়ে বড় সুরক্ষা ঢাল।

Advertisement
POST A COMMENT