Advertisement

Rahul Gandhi: বিহারের দ্বারভাঙায় Rahul Gandhi, হস্টেল যাওয়ার পথে আটকাল পুলিশ, তারপর...

লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর কর্মসূচি ঘিরে উত্তাল বিহারের দ্বারভাঙা। থামানো হল রাহুলের কনভয়। অম্বেডকর হলে কর্মসূচি করা যাবে না বলে বুধবার রাতেই জানিয়েছিল জেলা প্রশাসন। নিরাপত্তার কারণেই রাহুলকে বাধা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে রাহুল গান্ধী গাড়ি বসেই অভিযোগ করেন,'তপশিলি জাতি-উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করতে আটকানো হচ্ছে আমাকে'।

Congress leader Rahul Gandhi was stopped to enter the Ambedkar hostel in Darbhanga bihar by police

Advertisement
POST A COMMENT