একের পর একটা বগি গ্যাস কাটার দিয়ে কাটা হচ্ছে, আর মৃতের সংখ্যা বাড়ছে। কান্না আর চাপা আর্তনাদে ভারি হচ্ছে এলাকা। তবে এরইমধ্যে অন্য একটি খবর অবাক করছে। করমণ্ডল এক্সপ্রেসেই ১১০ জনের একটি দল চিক্কামাগালুরু থেকে একসঙ্গে ট্রেনে চড়ে যাচ্ছিলেন। ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েও ওই ১১০ জন নিরাপদেই রয়েছেন। তাঁরা হাওড়া হয়ে ঝাড়খণ্ডের সামেদ শিখরজি যাচ্ছিলেন।