বেঙ্গালুরুতে এক অটোচালককে চটি দিয়ে মারার অভিযোগে পঙ্কুরি মিশ্র নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়। ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর রবিবার তাঁকে আটক করে পুলিশ। জানা যায়, স্বামীর সঙ্গে স্কুটিতে যাওয়ার সময় অটোচালক লোকেশের বিরুদ্ধে তাঁর পায়ে গাড়ি চালানোর অভিযোগ তোলেন পঙ্কুরি। উত্তপ্ত বাদানুবাদের সময় লোকেশ ভিডিও তুলতে গেলে তাঁকে চটি দিয়ে মারতে শুরু করেন ওই মহিলা। পরে বিষয়টি নিয়ে ক্ষমা চান দম্পতি, পঙ্কুরি বলেন তিনি গর্ভবতী এবং উত্তেজনায় এমন কাজ করেছেন। অটোচালকের পায়ে হাত দিয়ে ক্ষমাও চান তাঁরা। পুলিশের তরফে তাঁকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে।