Advertisement

Madhyamik Exam 2023: গাছের তলায় পড়ে মাধ্যমিকে চতুর্থ চানু

16 কিমি সাইকেল চালিয়ে দীর্ঘ পথ পেড়িয়ে, গাছের তলায় পড়াশুনা করে দশমের পরীক্ষায় চতুর্থ হয়ে নজির গড়ল চানু। নাম সিনাম জাইফাবি চানু। শিলচরের চাঁদপুর গ্রামের বাসিন্দা। এবারের মাধ্যমিক পরীক্ষায় 600-র মধ্যে 591 নম্বর পেয়েছে 16 বছরের চানু। স্পিচ ডিস-অর্ডার আছে। 16 কিলোমিটার সাইকেল চালিয়ে যেত স্কুলে। গাছের তলায় পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিত। সেই মেয়েই এখন অসমের দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় চতুর্থ স্থান দখল করল। তবে এখানেই থামে থাকতে চায় না চানু। আগামীদিনে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায় সে।

Cycling 16 km to school Assam girl secures 4th position in Class 10 exam

Advertisement