Advertisement

Delhi Congress Protest: মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ কংগ্রেসের, দিল্লিতে আটক রাহুল-প্রিয়াঙ্কা

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও খাদ্যদ্রব্যের উপর জিএসটি বসানোর প্রতিবাদে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ। আটক করা হল রাহুল, প্রিয়াঙ্কা গান্ধী-সহ একাধিক কংগ্রেস শীর্ষ নেতাকে। তার পরই কংগ্রেসের সাংসদরা বিজয় চকে ধরনা শুরু করে দিয়েছেন। সাংসদদের মিছিল নিয়ে সংসদ থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছিলেন রাহুল। বিজয় চকে তাঁদের আটকে দেয় দিল্লি পুলিশ। ওই এলাকায় জারি করা হয়েছিল ১৪৪ ধারা। কংগ্রেস দফতর থেকে মিছিল নিয়ে এগানোর সময় আটক করা হয় প্রিয়াঙ্কা গান্ধীকেও।

delhi police detained rahul gandhi and priyanka gandhi

Advertisement
POST A COMMENT