দিল্লি পুরনিগম জয়ের পর দিল্লিবাসীকে অভিনন্দন জানান, অরবিন্দ কেজরিওয়াল। দীর্ঘ ১৫ বছর পর দিল্লি পুরনিগম নির্বাচনে হারল বিজেপি। এই জয়ের পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, দিল্লিকে উন্নত করতে কেন্দ্রীয় সরকারের সাহায্য চাই। বিশেষ করে প্রধানমন্ত্রীর আশির্বাদ চাই। তিনি বলেন, জয় পেয়েছেন বলে অহংকার করবেন না। অনেক মহারথী অহংকারের জন্য হারিয়ে গেছে।
Arvind Kejriwal said need centers cooperation