scorecardresearch
 
Advertisement

Delhi Weather Forecast: গরমে 36 বছরের রেকর্ড

Delhi Weather Forecast: গরমে 36 বছরের রেকর্ড

গরমে 36 বছরের রেকর্ড ভেঙেছে রাজধানী দিল্লিতে। প্রচণ্ড গরমে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দেশের অন্য রাজ্যগুলি যখন প্রবল দাবদাহে কার্যত পুড়ছে, তখন রেকর্ড গরম দিল্লিতে।36 বছরে এই গরমে রেকর্ড গড়েছে দিল্লি। তবে আপনারা যা ভাবছেন, তা নয়। দিল্লিতে এবার গত 36 বছরে সবথেকে কম গরম পড়েছে। বুধবার, 31 জুন এই দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা নেমে আসে 36.8 ডিগ্রি সেলসিয়াসে। গত 36 বছরে যা এটাই দিল্লিতে রেকর্ড পারদ পতন বলে জানিয়েছে মৌসম ভবন। মাত্রাতিরিক্ত বৃষ্টিই দিল্লির এই পারদ পতনের মূল কারণ বলে জানা গিয়েছে। 1987 সালের মে মাসে রাজধানীতে তাপমাত্রার শেষ পতন হয়েছিল বলে জানিয়েছেন ভারতের আবহাওয়া বিভাগের প্রধান কুলদীপ শ্রীবাস্তব। এই সময় রাজধানী দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল বলে জানান তিনি। আবহাওয়া দফতর সূত্রে খবর, মে মাসে মাত্র 9 দিন দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছিল। মাত্র দুদিনের জন্যই দিল্লিতে এই মরসুমে তাপপ্রবাহের প্রভাব পড়ে। যা 2014 সালের পর এই প্রথম। মে মাসকে দিল্লির সবচেয়ে উষ্ণতম মাস হিসেবে মনে করা হয়ে থাকে। এই সময় গড় সর্বোচ্চ তাপমাত্রা পারদ 39.5 ডিগ্রি সেলিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করে থাকে। এই সময় 111 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 2022 সালে গড় বৃষ্টিপাত ছিল 30.7 মিমি। মে মাসে রাজধানীতে তাপমাত্রার এই পতনের জন্য অতিরিক্ত বৃষ্টিপাতের পাশাপাশি পশ্চিমী ঝঞ্জাকে প্রধান কারণ হিসেবে তুলে ধরেছেন আবহাওয়াবিদরা।

delhi weather update and forecast.

Advertisement