ভারত নিয়ে বাংলাদেশের মন্তব্য গ্রাহ্য করা উচিত নয় বললেন, ভারতের প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা। এদিন হাবড়ায় একটি অনুষ্ঠানে এসে প্রাক্তন বায়ু সোনার প্রধান অরূপ রাহা বলেন,আমাদের তরফ থেকে কিছু বলা উচিত নয়,অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে সেখানে তাই তারা বলছে তবে যারা বলছেন তারা কোনদিন ভালো পদে ছিলেন না। যারা ভালো পদে ছিলেন বা আছেন তারা কখনো এই ধরনের কথা বলছেন না কারণ তারা বুদ্ধি রাখেন তারা জানেন এই ধরনের মন্তব্যের কোন মানে হয় না। জঙ্গি তৎপর নিয়ে বলেন,বর্ডার সিকিউরিটি ফোর্স এবং ইন্টেলিজেন্ট আরও স্ট্রং হওয়া উচিত এবং রাজ্যকেও একসঙ্গে কাজ করতে হবে তবে সমস্যার সমাধান হবে। তিনি আরও বলেন, ভারতের বায়ুসেনার বেশ কিছু খামতি পূরণ করা উচিত।