শিক্ষা বিষয়ক G20 শীর্ষ বৈঠকের দ্বিতীয় রাউন্ড অমৃতসরে শুরু হয়েছে। এই উপলক্ষ্যে বুধবার অমৃতসরে আয়োজন করা হয়েছিল পাঞ্জাবী ফোক ডান্সের। আর সেই নাচের তালে পা মেলালেন জি ২০-র বিদেশি প্রতিনিধিরা। দেখুন ভিডিও।