বেঙ্গালুরুর জেপি নগরে পুত্তেনাহাল্লিতে অবস্থিত শ্রীসত্য গণপতি মন্দির। আর এখানেই মন্দির প্রাঙ্গন সেজে উঠেছে অভিনব সাজে। মণ্ডপের মধ্যে তৈরি হয়েছে চন্দ্রযান-৩ মডেল। ভারতের মানচিত্র ফুটিয়ে তোলা হয়েছে কয়েন দিয়ে। এমনকি মণ্ডপের বিভিন্ন সাজে ব্যবহার করা হয়েছে ৫০০ টাকা, ২০০ টাকা, ১০০ টাকা, ৫০ টাকা। এছাড়াও রয়েছে ২০, ১০ টাকার কয়েন। দেখুন সেই ভিডিও।