scorecardresearch
 
Advertisement

Specially-abled Bihar girl : এক পা নয়, এবার দু'পায়ে স্কুলে যাবে সীমা, আশ্বাস সোনু সুদের

Specially-abled Bihar girl : এক পা নয়, এবার দু'পায়ে স্কুলে যাবে সীমা, আশ্বাস সোনু সুদের

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় বিশেষভাবে সক্ষম এক স্কুল ছাত্রী স্কুলে যাচ্ছে একপায়ে। জানা যায়, ১০ বছরের ছাত্রীটির নাম সীমা। বিহারের জামুই জেলার বাসিন্দা। দুবছর আগে এক দুর্ঘটনায় তার একটা পা বাদ দিতে হয়। তবে স্কুলে যাওয়া থেকে তাকে দমাতে পারেনি কেউ। এক কিলোমিটার রাস্তা এক পায়ে হেঁটেই স্কুলে যায় সে। সম্প্রতি তার স্কুলে যাওয়ার একটি ভিডিও ভাইরাম হয়। মানুষের মন জয় করে নেয় সে। সনু সুদের কাছেও ওই ভিডিও পৌঁছয়। তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয় সোনু। আশ্বাস দেয় সীমাকে আর এক পায়ে হেঁটে স্কুলে যেতে হবে না।

The girl from Bihar goes to school on one foot, Sonu sood assures help

Advertisement