scorecardresearch
 
Advertisement

Gujarat Election Results 2022: পুরনো সব রেকর্ড ছাপিয়ে গুজরাতে ফের ফুটছে 'পদ্ম'

Gujarat Election Results 2022: পুরনো সব রেকর্ড ছাপিয়ে গুজরাতে ফের ফুটছে 'পদ্ম'

প্রত্যাশা মতোই গুজরাতে ফের বিজেপির জয়জয়কার। ১৯৯৫ সাল থেকে গুজরাতে কোনও নির্বাচনে হারেনি বিজেপি। এবারও সব রেকর্ড ছাপিয়ে জিততে চলেছে পদ্ম। এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে ১৮২ আসনের মধ্যে ১৫৮ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ২৭ বছর ধরে জয়ের ধারা বজায় রেখে চলেছে পদ্ম শিবির। ইতিমধ্যে উৎসব পালন করছে বিজেপি সমর্থকরা। গান্ধিনগরে মহিলা বিজেপি কর্মীরা নাচের মাধ্যমে উদযাপন করছে জেতার আনন্দ।

Gujarat Election Results 2022

Advertisement