স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে গোটা দেশে পালন হবে 'আজাদি কা অমৃত মহোৎসব'। ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুযায়ী গোটা দেশে পালন হচ্ছে 'আজাদি কা অমৃত মহোৎসব'। শুধুমাত্র স্থলেই সীমাবদ্ধ নয় সমুদ্রেও পালন করা হচ্ছে 'আজাদি কা অমৃত মহোৎসব'। বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের সঙ্গে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী জাতীয় পতাকা উত্তোলন করলেন। দেখুন সেই ভিডিও।
Indian Coast Guard celebrating Azadi ka Amrit Mahotsav with West Bengal fishermen at Bay of Bengal