Advertisement

Sakshi Kochhar : 18 বছর বয়সেই পাইলট হলেন হিমাচলের সাক্ষী কোচার, জন্মদিনেই যেন বিশেষ উপহার!

জন্মদিনের দিনটা সকলের কাছেই খুব স্পেশ্যাল। আর সেই দিনই যদি আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা যদি পূরণ হয় তাহলে কেমন হবে। ভালোই লাগবে তো? একজনের জীবনে তেমনই এক ইচ্ছাপূরণ হয়েছে। যা আর বাকি 5টা স্বপ্নপূরণের মত নয়। কেন জানেন? যে বয়সে মানুষ সবে উচ্চমাধ্যমিক পরীক্ষা পাস করে। সেই বয়সে কিনা এক পড়ুয়া বাণিজ্যিক বিমান চালানোর ছাড়পত্র পেয়ে গিয়েছেন। ভাবতে পাচ্ছেন কী অবস্থা। নাম সাক্ষী কোচার। মাত্রা আঠারো বছর বয়সে এই কৃতিত্ব অর্জন করছেন সাক্ষী। হিমাচল প্রদেশের পারওয়ানু নামে একটি গ্রামে থাকেন সাক্ষী। যখন তার 10 বছর বয়স, তখন নাচের স্কুলে ভর্তি হয়েছিলেন তিনি। সেই সময় তার একমাত্র ধ্যানজ্ঞান ছিল নাচ। একজন প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী হওয়ার স্বপ্ন দেখতেন সাক্ষী। বয়সের সঙ্গে সঙ্গে তার স্বপ্ন গুলো বদলায়। একটু বড় হতেই তার ইচ্ছা জাগে যে সে একদিন বিমানের পাইলট হবে।

Himachal girl Sakshi Kochhar becomes youngest Indian to get commercial pilot licence

Advertisement