পাক অধিকৃত কাশ্মীর খালি করুক পাকিস্তান। কাশ্মীর নিয়ে কোনও তৃতীয় পক্ষের ভূমিকা থাকবে না। ভারত-পাক সাম্প্রতিক উত্তেজনার আবহে এবার কাশ্মীর প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল ভারত। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন যে, পাকিস্তানের উচিত বেআইনি ভাবে দখল করে রাখা পাক অধিকৃত কাশ্মীর খালি করে দেওয়া। তিনি এ-ও বলেন যে, জম্মু ও কাশ্মীর নিয়ে যে কোনও সমস্যা শুধুমাত্র ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ভাবে সমাধান করতে হবে। এতে তৃতীয় কোনও পক্ষের ভূমিকা থাকবে না।