Advertisement

India Vs Pakistan War: পাকিস্থান সীমান্তে ভারতকে ব্যস্ত রেখে তলায় তলায় জিহাদি প্রমাণ লোপাট করছে?

Pahalgam এর হামলার কড়া জবাব দিতে রেডি India । যে কোনও দুই সময় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ভারত আক্রমণ করলে তার উচিত জবাব দেওয়া হবে বলে জানিয়েছে ইসলামাবাদ। যদিও তাদের ভাঁড়ে মা ভবানী অবস্থা। Pakistan Army র হাতে পর্যাপ্ত গোলাবারুদই নেই, যা দিয়ে তাঁরা যুদ্ধ করবে। তারওপরে ভারতকে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ভারত সীমান্ত এলাকায় পাকিস্তানকে ভয় দেখাতে জবরদস্ত মহড়া শুরু করেছে। আর তা দেখাদেখি পাকিস্তানও গোলা চালাচ্ছে।

India ready to respond to Pahalgam attack

Advertisement