দেখলে মনে হবে আপনি সুদূর আফ্রিকায় পৌঁছে গিয়েছেন। গ্রামটির সব মানুষ আদতে আফ্রিকার বাসিন্দা। তাঁদের চেহারাও আফ্রিকার বাসিন্দাদের মত। তবে, বাসিন্দা হিসাবে তাঁরা ভারতীয়ই। ভারতের নাগরিক এরা সবাই। শুনতে অবাক লাগলেও ভারতের গুজরাটেই রয়েছে আফ্রিকার বাসিন্দাদের এই গ্রাম। গ্রামটির নাম জাম্বুর। এই গ্রাম 'আফ্রিকার গ্রাম' বলেও পরিচিত। গুজরাটের গির অরণ্যের মধ্যে অবস্থিত এই জাম্বুর গ্রাম। এই গ্রামের বাসিন্দারা সিদ্দি গোষ্ঠির, তাঁদের উৎস আফ্রিকায়। অর্থাৎ জিনগতভাবে এই গ্রামের প্রতিটা বাসিন্দা আফ্রিকার মানুষ।
India's mini African village in Gujarat