Advertisement

Indore Fire: আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী, ইন্দোরের সিগনেট পাইপ কারখানায় ভয়াবহ আগুন

ইন্দোরের ধারে একটি সিগনেট পাইপ কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আকাশ ভরে গেছে কালো ধোঁয়ায়। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এখনও পর্যন্ত ১০ টি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে বলে জানা গেছে। পিথমপুর সেক্টর-৩ শিল্প এলাকায় অবস্থিত কারখানার গুদামে আগুন লাগে বলে জানা গেছে। আগুন নেভানোর জন্য পিথমপুর, ইন্দোর, ধর এবং বদনাওয়ার থেকেও ফায়ার ফাইটারদের ডাকা হয়েছে। আগুনের যে ছবিটি সামনে এসেছে তাতে দূর থেকে ধোঁয়ার কালো শিখা উঠতে দেখা যাচ্ছে। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ বা কোন প্রাণহানি হয়েছে কি না সে সম্পর্কে তথ্য এখনও পাওয়া যায়নি।

Advertisement
POST A COMMENT