Advertisement

ITBP Mountaineers: মাউন্ট আবি গামিন শৃঙ্গে সফল অভিযান 'ITBP পর্বাতারোহীদের '

ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের পর্বতারোহীদের একটি দল মাউন্ট আবি গামিন শৃঙ্গের পৌঁছায়। মাউন্ট আবি গামিনের উচ্চতা ২৪১৩১ ফুট। চূড়ায় পৌঁছানোর পর বদরি বিশাল কি জয় ও মাউন্ট আবি গামিন কি জয় বলে স্লোগান দেয় পর্বাতারোহীরা। এর আগে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ ২৩০ টিরও বেশি সফল পর্বতারোহন অভিযান করে। মাউন্ট আবি গামিনের চূড়ায় ভারতীয় জাতীয় পতাকা তোলেন। গত বছর নেপালে,দুইজন আইটিবিপি পর্বতারোহী সফলভাবে মাউন্ট মানাসলুতে আরোহণ করেছিলেন। যা বিশ্বের অষ্টম সর্বোচ্চ শৃঙ্গ।

ITBP Mountaineers Team has Scaled the Summit of Mount Abi Gamin

Advertisement
POST A COMMENT