আজ রথযাত্রা। পুরীর জগন্নাথ দেবের মন্দিরে ভক্তদের ভিড়। বালি শিল্পী সুদর্শন পট্টনায়েক পুরীর সমুদ্র সৈকতে বালি শিল্পে রথযাত্রা তুলে ধরেছেন। ফুটিয়ে তুলেছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রার প্রতিমূর্তি। সঙ্গে রয়েছে তাদের তিনটি রথ। এছাড়া ২৫০ টি নারকেলও বালি শিল্পে তৈরি করা হয়েছে।