Advertisement

Karnataka Accident Viral: স্টাইল করে ঝর্ণা দেখতে গিয়ে ভেসে গেল যুবক​, হাড়হিম ভিডিও দেখলে কেঁপে উঠবেন

হলিউড সিনেমা ফাইনাল ডেস্টিনেশন দেখেছেন আপনি। সিনেমায় প্রতি মুহূর্তে মৃত্যুর হাতছানি।মৃত্যু সবসময় আমাদের ধাওয়া করছে সেটাই দেখানো হয়েছে। সম্প্রতি এমন একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে মৃত্যুর মুখে দাঁড়িয়ে রয়েছে এক যুবক। হঠাৎ চরম পরিণতি। ঘুরতে যাবেন, আর ছবি তুলবেন না বা রিলস বানাবেন না, সেটা হয় নাকি। কিন্তু এই রিলস বানানোর নেশা মৃত্যুর কারণ হতে পারে। কর্ণাটকে ঝর্ণার সামনে দাঁড়িয়ে রিলস বানাচ্ছিলেন একজন। দূরে দাঁড়িয়ে সেটা ভিডিও করছিলেন এক বন্ধু। আচমকা জলের স্রোতের টানে পাথরের উপর আছড়ে পড়েন ওই ব্যক্তি। বাঁচানোর আর্তিটুকুও তিনি করতে পারেননি। চোখের নিমিষে ঝর্ণায় তিনি তলিয়ে যান। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কর্ণাটকের কোল্লুরের কাছে আরাসিনাগুন্ডি জলপ্রপাতের কাছে।

Karnataka Accident Viral Video

Advertisement