Advertisement

Karnataka Heavy Rainfall: প্রবল বৃষ্টিতে ভাসছে কর্ণাটক, জল বাড়ল জলপ্রপাতের, দেখুন VIDEO

প্রবল বৃষ্টিতে ভাসছে কর্ণাটক। লাল সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে কর্ণাটকের দুটি বাঁধ থেকে জল ছেড়ে দেওয়ায় মঙ্গলবার হোগেনাক্কাল জলপ্রপাতের জলপ্রবাহ ২০ হাজার কিউসেক বেড়েছে। কর্ণাটক ২৫৫৫৬ কিউসেক জল ছেড়েছে, যার মধ্যে কাবিনি বাঁধ থেকে ২৫ হাজার কিউসেক এবং কৃষ্ণ রাজা সাগর বাঁধ থেকে ৫৫৬ কিউসেক জল ছাড়া হয়েছে। ধর্মপুরী জেলা কর্তৃপক্ষ জনসাধারণ এবং পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে হোগেনাক্কাল জলপ্রপাতের প্যারিসাল (কোরাকল) পরিষেবা নিষিদ্ধ করেছে।

Advertisement
POST A COMMENT