যৌনতার ফাঁদে ফেলে প্রাপ্তব সেনাকর্মীর কাছ থেকে11 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল কেরালার এক অভিনেত্রীর বিরুদ্ধে। যদিও শেষ রক্ষা হয়নি ওই সেনাকর্মীর অভিযোগের ভিত্তিতে পুলিশের জালে ধরা পড়েছেন ওই অভিনেত্রী ও তাঁর বন্ধু। তাঁদের জেল হেফাজতে পাঠানো হয়েছে। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কে এই অভিনেত্রী? তাহলে শুনুন, মালয়ালি এই অভিনেত্রীর নাম নিত্যা শশী। গ্রেফতার করা হয়েছে তার বন্ধু বিনুকেও। জানা গিয়েছে অভিযোগকারী 75 বছরের একজন প্রাক্তন সেনাকর্মী। বাড়ি তিরুঅনন্তপুরমের পাত্তোমে। তিনি এখন কেরেলা বিশ্ববিদ্যালয়ে কর্মরত।
Kerala TV actress Nithya Sasi arrested for blackmailing man