scorecardresearch
 
Advertisement

EXCLUSIVE: 'বাবাই আমার আদর্শ', বললেন স্পিকার-কন্যা IAS অঞ্জলি বিড়লা- VIDEO

EXCLUSIVE: 'বাবাই আমার আদর্শ', বললেন স্পিকার-কন্যা IAS অঞ্জলি বিড়লা- VIDEO

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) আয়োজিত সিভিল সার্ভিস পরীক্ষায় কামাল দেখালেন কোটার মেয়ে অঞ্জলি বিড়লা। প্রথম সুযোগেই IAS উত্তীর্ণ হলেন অঞ্জলি। কোটার সোফিয়া স্কুল থেকে দ্বাদশ শ্রেণিতে পাস করার পরে দিল্লির রামজস কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন অঞ্জলি। এরপর এক বছর ধরে পরীক্ষার প্রস্তুতি নেন স্পিকার কন্যা। অঞ্জলি বলেন, তিনি প্রতিদিন ১০ থেকে ১২ ঘন্টা প্রস্তুতি নেন। পরীক্ষার জন্যও তিনি রাষ্ট্রবিজ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্কের বিষয়গুলি বেছে নিয়েছিলেন।

Advertisement