Advertisement

Train Accident: এড়ানো গেল বড় দুর্ঘটনা, দুটি ভাগে ভাগ হয়ে গেল নন্দন কানন এক্সপ্রেস

উত্তরপ্রদেশের চান্দৌলিতে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনের রেলওয়ে ইয়ার্ডে একটি বড় দুর্ঘটনা এড়ানো যায়, যখন আনন্দ বিহার থেকে পুরী অভিমুখে ১২৮১৬ ডাউন নন্দনকানন এক্সপ্রেস দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, কাপলিং ভেঙ্গে এ ঘটনা ঘটেছে। রেলওয়ে ইয়ার্ডে এ ঘটনার জেরে ট্রেনে যাতায়াতকারী লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে, ট্রেনের দুটি অংশ আলাদাভাবে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে ফিরিয়ে আনা হয়।

Advertisement
POST A COMMENT