সবে স্কুটিতে স্টার্ট দিয়েছিলেন। কয়েক সেকেন্ডেই সব শেষ!হার্ট অ্যাটাকে মৃত্যু হল ৩৫ বছরের ইন্দ্রজিৎ সিং বাবরা ওরফে সানি। ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের অম্বিকাপুর শহরের সঙ্গমচকে। এই পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।