Advertisement

Manipur Assembly Election Results 2022 : মণিপুরে কঠোর নিরাপত্তায় ভোট গণনাকেন্দ্র, কোনওরকম অশান্তি এড়াতে তৈরি প্রশাসন

মণিপুরের ইমফলে এখন তাপমাত্রা কম। কিন্তু রাজনৈতিক তাপমাত্রা ভালই আছে। ১০ তারিখ ভোট গণনা। ইমফলের দুটি জায়গায় ভোট গণনা কেন্দ্র তৈরি হয়েছে। ভোটের রাজনৈতিক সন্ত্রাস ঘটনায় প্রশাসন খুবই সতর্ক। ভোট গণনাকেন্দ্র কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এক্সিট পোল বলছে BJP আবার ক্ষমতা আসবে। তবে কালই তা পরিস্কার হবে। ইম্ফল থেকে গ্রাউন্ড রিপোর্ট।

Manipur Assembly election Results 2022

Advertisement