Advertisement

Meerut Murder Case: 'মৃতদেহকে ১০ বার কামড়াল সাপ' মেরঠে স্বামীর হত্যার ঘটনায় স্ত্রীর ভয়ঙ্কর ষড়যন্ত্র!

অমিত নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন। সকালে তাঁর নিথর দেহ পাওয়া গেল বিছানায়। পাশে জ্যান্ত একটা সাপ। চারদিক ছড়িয়ে গেল গুজব, সাপের কামড়ে মৃত্যু! ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়, লোকজনও মেনে নিল এই 'দুর্ভাগ্যজনক মৃত্যু'র গল্প। কিন্তু এখানেই গল্প থেমে থাকেনি। বিষধর সাপটি ১০ বার অমিতকে কামড়েছিল ঠিকই, কিন্তু যা হওয়ার, তা আগেই ঘটে গিয়েছিল। উত্তরপ্রদেশের মেরঠে যে ঘটনা ইতিমধ্যেই ভাইরাল, সেই ঘটনায় হঠাত্‍ মোড় ঘুরে গেল।

TAGS:
Advertisement
POST A COMMENT