scorecardresearch
 
Advertisement

MiG-29K: রাতের অন্ধকারে INS বিক্রান্তে ​নামল MIG-29

MiG-29K: রাতের অন্ধকারে INS বিক্রান্তে ​নামল MIG-29

আত্মনির্ভরতার পথে আরও একধাপ এগোল ভারতীয় নৌসেনা। এই প্রথমবার MIG-29K যুদ্ধ বিমান অবতরণ করল INS Vikrant যুদ্ধ জাহাজে। রাতে অবতরণের ক্ষেত্রে এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল ভারতীয় নৌসেনার পাইলটদের কাছে। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই INS Vikrant-এ রাতে MIG-29K যুদ্ধবিমান সফলভাবে অবতরণ করে। ভারতীয় নৌসেনারর মুখপাত্র টুইট করে জানান "ভারতীয় নৌবাহিনী INS Vikrant-এ MiG-29K-এর প্রথম রাতে অবতরণ করে আরেকটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে, যা আত্মনির্ভরতার দিকে নৌবাহিনীর প্রেরণার ইঙ্গিত দেয়।" ভারতীয় প্রযুক্তিতে তৈরি INS Vikrantকোচিং শিপইয়ার্ডে তৈরি হয়েছিল। যা 2021 সালের 4 অগাস্ট থেকে ট্রায়াল রানের মধ্যে দিয়ে এগিয়েছে INS Vikrant. এরপর 2022-এর সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় নৌ বাহিনীতে অন্তর্ভুক্ত করেন INS Vikrant কে। এই INS Vikrant-এই এবার যুদ্ধবিমান নামানোর প্রশিক্ষণ চলছে। তারই অঙ্গ হিসাবে রাতের আকাশে MIG-29K যুদ্ধবিমান নামানো হয়। এর আগে চলতি বছরের 6 ফেব্রুয়ারি দিনের বেলায় MIG-29K যুদ্ধবিমান নামানো হয়েছিল INS Vikrant-এ। বলে রাখা ভাল, MIG যুদ্ধবিমানের দুটি ভ্যারিয়্যান্ট রয়েছে। ভারতীয় বাসু সেনা ও নৌ বাহিনী একই MIG বিমান ব্যবহার করে না। MIG-29K এই যুদ্ধবিমানটি ব্যবহার করে ভারতীয় নৌ-বাহিনী। বায়ু সেনা ও নৌ-বাহিনীর দুই ধরনের MIG বিমানে অস্ত্র, মিসাইল বহনের ক্ষমতাও ভিন্ন।

MiG-29K Lands On India's Aircraft Carrier At Night For First Time.

TAGS:
Advertisement