Advertisement

India Pakistan Tensions: 'চায়না মাল', পঞ্জাবের হোশিয়ারপুর, ভাতিন্ডায় উদ্ধার Pakistan-এর মিসাইল

পঞ্জাবের হোশিয়ারপুর, ভাতিন্ডায় উদ্ধার হল পাকিস্তানি মিসাইল। গতরাতে মিসাগুলি ছুড়েছিল পাকিস্তান। সেগুলি দেখেই মনে হচ্ছে, চিনে তৈরি। স্থানীয় এক বাসিন্দা জানান,'মাঝ রাতে বোমা ফাটছিল। পৌনে ১১টা নাগাদ আওয়াজ শুনছিলাম'।

Advertisement
POST A COMMENT