Advertisement

Mumbai Ganesh Visarjan 2023: লালবাগচা রাজা গণেশ মূর্তির বিসর্জন মুম্বইয়ে, দেখুন VIDEO

মুম্বই শহরে চলছে গণেশ বিসর্জন। ১০ দিন পুজোর পর গণপতিকে বিদায় জানাচ্ছেন শহরবাসী। শহরের মোট ৭৩টি জায়গায় চলছে গণেশ মূর্তি বিসর্জন। যে কোনও রকম অপ্রীতিকর ঘটনার এড়াতে প্রায় ১৯ হাজার পুলিশকর্মী মোতায়েন রয়েছে। শুক্রবার সকালে গিরগাঁও চৌপাট্টিতে বিসর্জন করা হল লালবাগচা রাজা গণেশ মূর্তির।

Advertisement
POST A COMMENT