নেপালে বিমান দুর্ঘটনা। ওড়ার সময় রানওয়েতে পিছলে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। কাঠমান্ডুর ত্রিভূবন বিমানবন্দরে এই দুর্ঘটনাটি ঘটেছে। বিমানে ১৯ জন ছিলেন বলে জানা গিয়েছে। বিমানটি ওড়ার পরেই ভেঙে পড়ে ও আগুনের গোলাতে পরিণত হয়। জানা যাচ্ছে, এই ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়। পাইলট বেঁচে গেছে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তথ্য অনুযায়ী, বিমানটি সৌর্য এয়ারলাইন্সের। বিমানটিতে বিমানসংস্থারই টেকনিক্যাল স্টাফরা ছিলেন।