Advertisement

Netaji Subhash Chandra Bose: পুরী সৈকতে বালি ভাস্কর্যে নেতাজি, শ্রদ্ধা নিবেদন শিল্পী সুদর্শনের

সুভাষ চন্দ্র বসু জয়ন্তী উপলক্ষে প্রখ্যাত বালি শিল্পী সুদর্শন পট্টনায়েক ওড়িশার পুরী সমুদ্র সৈকতে "জয় হিন্দ" বার্তা দিয়ে নেতাজির একটি বালি ভাস্কর্য তৈরি করেছেন। পট্টনায়েক প্রায় ৫ টন বালি ব্যবহার করে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ৮ ফুট উঁচু এবং ২৫ ফুট লম্বা বালির ভাস্কর্য তৈরি করেছেন। নেতাজির জয়ন্তী পরাক্রম দিবস হিসেবে পালিত হয়, তাই পট্টনায়েক ঘোড়ায় চড়ে নেতাজিকে তৈরি করেন। ভাস্কর্যটি সম্পূর্ণ করতে তার সঙ্গে হাত মিলিয়েছে তার বালি শিল্প প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

Advertisement
POST A COMMENT