বাংলাদেশ আবারও নিজের আসল রূপ দেখাতে শুরু করেছে। সামনে থেকে বন্ধুত্বের ভান, আর পেছনে বসে ভারতের ভূমি আঁকড়ে নেওয়ার স্বপ্ন—এটাই আজকের বাংলাদেশের নয়া কূটচাল। 'গ্রেটার বাংলা','সুলতানেট বাংলা' নাম দিয়ে এখন বাংলাদেশের কিছু চক্র মানচিত্রে ভারতের একাধিক রাজ্যকে নিজেদের বলে দাবি করছে। উত্তর-পূর্ব ভারতের রাজ্য, এমনকি বিহার-ঝাড়খণ্ডকেও এই কাল্পনিক মানচিত্রে ঢুকিয়ে দিচ্ছে তারা।