Kerala Nipah Virus: কেরলে মৃত্যু নিপা ভাইরাসে, ৭টি গ্রামে কন্টেন্টমেন্ট জোন ঘোষণা, এর উপসর্গ কী কী ?
Kerala Nipah Virus: কেরলে মৃত্যু নিপা ভাইরাসে, ৭টি গ্রামে কন্টেন্টমেন্ট জোন ঘোষণা, এর উপসর্গ কী কী ?
- কলকাতা,
- 13 Sep 2023,
- Updated 4:55 PM IST
কেরলের কোঝিকোড়ে সাতটি গ্রাম পঞ্চায়েতে কন্টেনমেন্ট জোন করল কেরল সরকার। নিপা ভাইরাসের কারণে কেরলে দুইজনের মৃত্যু হয়েছে। আর তারপরেই এই সাত গ্রামে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। সংক্রমণের বিস্তার রোধে বিধিনিষেধও জারি করা হয়েছে।