সোমবার বাংলা মেতেছিল দোল উৎসবে। মঙ্গলবার ওড়িশা মাতল রঙের উৎসবে। ওড়িশায় আজ হোলি। রাজ্য সরকার আজ ছুটি ঘোষণা করেছে হোলি। ওড়িশাবাসী আজ মেতে ওঠে রঙের খেলায়।