Advertisement

Bash Gram: ত্রিপুরার 'বাঁশ গ্রাম' ভারত মণ্ডপমে আয়োজিত অনুষ্ঠানে পেল ব্রোঞ্জ পুরস্কার

বুধবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে, ত্রিপুরার পশ্চিম ত্রিপুরা জেলার কাটমারা গ্রামে অবস্থিত বাঁশ গ্রাম, একটি অসাধারণ বাঁশ-ভিত্তিক ইকো-রিসর্ট। দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত একটি অনুষ্ঠানে ব্রোঞ্জ পুরস্কারে সম্মানিত হয়েছে। মান্না রায়, যিনি বাঁশকে কাজে লাগিয়ে একটি ইকোট্যুরিজম পর্যটনস্থল বানিয়েছেন। কোলাহল মুক্ত জীবন, নির্মল পরিবেশের প্রশংসা করেন এখানে আসা পর্যটকরা। এখানে বাঁশ দিয়ে প্রতিটি রিসর্ট তৈরি করা হয়েছে।

Advertisement
POST A COMMENT