scorecardresearch
 
Advertisement

Parliament Special Session: সংসদে বিশেষ অধিবেশন, 'দেশ এক নতুন আত্মবিশ্বাস অনুভব করছে', বললেন মোদী

Parliament Special Session: সংসদে বিশেষ অধিবেশন, 'দেশ এক নতুন আত্মবিশ্বাস অনুভব করছে', বললেন মোদী

সংসদে আজ থেকে শুরু হচ্ছে বিশেষ অধিবেশন। সংসদ ভবনের বাইরে প্রধানমন্ত্রী বললেন, 'আগামীকাল গণেশ চতুর্থী। গণেশ বিঘ্ন দূর করেন বলে মনে করা হয়। ভারতেরও উন্নয়নের রাস্তায় কোনও বিঘ্ন আসতে দেওয়া যাবে না। তাই সাংসদের এই বিশেষ অধিবেশন ছোট। কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ।'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, জি২০ ভারতের বৈচিত্রের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আফ্রিকাকে জি২০-তে স্থায়ী সদস্য পদ প্রদান করা হল। এই সাফল্য অভূতপূর্ব। গতকাল যশোভূমি, ইন্টারন্যাশানাল কমিউনিটি সেন্টারের উদ্বোধন হল। বিশ্বকর্মা পুজো ছিল। এমন একের পর এক উদ্ভাবনের মাধ্যমে দেশে এক উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। দেশ এক নতুন আত্মবিশ্বাস অনুভব করছে। ওই সময়েই সাংসদের এই অধিবেশন খুব গুরুত্বপূর্ণ। আমরা এক ঐতিহাসিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।

Advertisement