Advertisement

PM Modi Speech: পাকিস্তানকে মারার পর নর্থ-ইস্ট নিয়ে কড়া বার্তা মোদির! বাংলাদেশের খেলা শেষ?

Bangladesh এ অরাজক পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর থেকে India র North East র দিকে নজর দিতে দেখা গিয়েছে সেখানকার বেশকিছু মৌলবাদী নেতাকে। আবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা Muhammad Yunus র মুখেও বিভিন্ন সময় উঠে এসেছে ভারতের নর্থ ইস্টের প্রসঙ্গ। যদিও ভারত অবশ্য নর্থ ইস্টের ক্ষেত্রে বাড়তি নজরও দিয়েছে। এমনকী সম্প্রতি চিকেনস নেকের কাছে তিস্তা প্রহার নামে এক মহড়াও করা হয়েছে সেনাবাহিনীর তরফে। এবার পূর্ব নিয়ে নিজেদের নীতি স্পষ্ট করে দিলেন Prime Minister Narendra Modi ।

Advertisement