scorecardresearch
 
Advertisement

PM Modi: মানুষের দেওয়া ফুলে ঢেকে গেল মোদীর গাড়ি, দেখুন VIDEO

PM Modi: মানুষের দেওয়া ফুলে ঢেকে গেল মোদীর গাড়ি, দেখুন VIDEO

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোড শো করার তার গাড়ি ঢেকে গেল ফুলে। কর্ণাটকের মান্ডিয়া জেলায় ২ কিলোমিটার দীর্ঘ রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই রোড শো করার সময় বিজেপি সমর্থক ও স্থানীয়রা ফুল দেন। সেই ফুলে মোদীর গাড়ি পুরো ঢেকে যায়। রোড শোর পরে, প্রধানমন্ত্রী মোদী বেঙ্গুলুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ে এবং আইআইটি ধারওয়াদের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন।

Advertisement