শ্রাবণ মাসের প্রথমদিনে মধ্যপ্রদেশের উজ্জয়নে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে ভক্তদের উচ্ছাস চোখে পড়ার মতো। বিপুল সংখ্যক ভক্ত মহাকালের ভস্ম আরতি দেখতে উপস্থিত ছিল। ভোর তিনটের সময় মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। জল, দুধ, ঘি, দই, মধু দিয়ে মহাকালেশ্বরকে পবিত্র করা হয়। এরপর প্রায় এক ঘন্টা চলে মহাকালের ভস্ম আরতি। দেখুন সেই ভিডিও।
Mahakaleshwar Jyotirlinga Temple on the first day of the month of Sawan22