২০১৮ সাল পর্যন্ত রাষ্ট্রপতি প্রতি মাসে দেড় লাখ টাকা বেতন পেতেন। কিন্তু ২০১৮ সালে সেই বেতন বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়। এছাড়া রাষ্ট্রপতি বিনামূল্যে চিকিৎসা, টেলিফোন বিল, আবাসন, বিদ্যুৎ বিল সহ অনেক ভাতা পান। রাষ্ট্রপতির যাতায়াতের জন্য একটি মার্সিডিজ-বেঞ্জ এস ৬০০ পুলম্যান গার্ড গাড়ি পান৷ রাষ্ট্রপতির বিশেষ রক্ষী থাকে। যাঁদেরকে রাষ্ট্রপতির দেহরক্ষী বলা হয়। তাঁদের সংখ্যা ৮৬।
Indian President Salary