রথযাত্রায় পুরীতে লাখো লাখো ভক্তের ঢল। শুধু দেশ নয়, বিদেশ থেকেও বহু মানুষ ভিড় জমিয়েছেন পুরীতে। শনিবার সকালে রথের মধ্যেই জগন্নাথদেবের আরতি করা হল। রথযাত্রার দ্বিতীয় দিনেও জমজমাট পুরী।