Advertisement

Radha Ashtami 2023: ধুমধামের সঙ্গে মথুরায় পালন করা হল রাধা অষ্টমী

শনিবার উত্তর প্রদেশে ভগবান শ্রী কৃষ্ণের জন্মস্থান মথুরায় রাধা অষ্টমী উদযাপিত হয়েছে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে। রাধার জন্মবার্ষিকী উদযাপনের জন্য সকাল থেকেই ভক্তরা ভাগবত ভবনে জড়ো হয়, যা প্রতি বছর কৃষ্ণ জন্মাষ্টমীর ১৫ দিন পরে পালন করা হয়। রাধার মূর্তিকে গঙ্গা জল, দই, দুঘ, মধু ও ঘি দিয়ে অভিষিক্ত করা হয়।

Advertisement
POST A COMMENT