এই বছর রথযাত্রা শুরু হবে ৭ জুলাই। উল্টো রথ ১৬ জুলাই। পুরীর জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা মাসির বাড়িতে যাবে রথে চেপে। শোভাযাত্রা করে জগন্নাথ দেব যাবে মাসির বাড়ি। ইতিমধ্যে রথ তৈরি হচ্ছে জোরকদমে। নিষ্ঠাভরে সমস্ত রীতি মেনে চলছে রথ তৈরি প্রস্তুতি। মানুষ ভক্তিভরে রথকে প্রণাম জানাচ্ছে। দেখুন সেই ভিডিও।