Advertisement

Vultures-Assam: অসমে বিষক্রিয়ায় অসুস্থ কয়েকটি শকুন, চিকিৎসার পর ছাড়া হল বনে

বিলুপ্তির পথে শকুন। শকুনের সংরক্ষণ ও প্রজনন করা হচ্ছে। অসমের শিবসাগর বিভাগের অধীনে কয়েকটি শকুন বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে। তাদের চিকিৎসা করা হয়। চিকিৎসার পর শকুনগুলিকে বনে ছেড়ে দেওয়া হয়। অসম বন বিভাগ এই খবর জানিয়েছে।

Advertisement
POST A COMMENT