Advertisement

Sikkim Landslide: সিকিমে পাহাড়ে ধস নেমে বিচ্ছিন্ন যোগাযোগ

ফের প্রবল বর্ষণে ধসে পড়লো রাস্তা। সিকিমের সিংতাম থেকে রংপো পর্যন্ত যাওয়ার রাস্তা ধস নেমে যান চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি ঘুরপথে ওই রাস্তা দিয়ে আসা গাড়িগুলিকে পাঠিয়ে দেওয়া হয়। এর আগেও দুদিন আগে সেবক এর কাছে এবং সিকিম যাওয়ার রাস্তায় জাতীয় সড়কে ধস নেমে কয়েকটি রাস্তা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। বর্ষার শুরুতেই বারবার ধসে আশঙ্কিত প্রশাসন। পরিবেশ প্রেমীদের তরফেও বিকল্প স্থায়ী বন্দোবস্ত করার দাবি উঠছে।

Sikkim landslide singtam to ranpoo road cloesd

Advertisement
POST A COMMENT